Birbhum: অজয় নদে (Ajay river) মিলল ব্রিটিশ আমলের বোমা! চাঞ্চল ছড়াল এলাকায়,
Birbhum Ajay river: অজয় নদে স্নান করতে গিয়ে পায়ে ঠেকল পাইপের মতো কোনও বস্তু। ডাঙ্গায় তুলেই সেটিকে বোমা বলে সন্দেহ তীব্র হল। খবর গেল থানায়। এনিয়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়ল এলাকায়। রবিবার বীরভূমের কাঁকরতলা থানা এলাকার ওই ঘটনায় চাঞ্চল্য ছড়াল এলাকায়।
রবিবার বীরভূমের কাঁকরতলা থানার নবসন গ্রামে অজয় নদে স্নান করতে নামেন এলাকার কিছু যুবক। সেই সময় তাদের পায়ে ঠেকে পাইপের মতো ভারী কোনও বস্তু। প্রায় ১ টন ওজনের সেই সিলিন্ডারটিকে পাড়ে তুলতেই তা আসলে কী জিনিস তা নিয়ে বিভিন্ন লোক বিভিন্ন মতামত দিতে থাকে। তবে জিনিসটি দেখে তাদের সন্দেহ হয়। খবর দেওয়া হয় কাঁকরতলা থানায়।
Read More : আপনি কি জানেন যে ট্রেনে টয়লেট পরিসেবা চালুর ইতিহাস কি??
কাঁকরতলা থানার পুলিস এসে ওই সিলিন্ডারের মতো জিনিসটিকে নিরাপদ জায়গায় নিয়ে যায়। সেটিকে বালির বস্তা দিয়ে ঘিরে দেওয়া হয়। ওসি জাহিদুল ইসলাম বলেন, বিষয়টি পুলিসের উপরতলায় খবর দেওয়া হয়েছে।
বস্তুটি দেখে পুলিসের প্রাথমিক ধারণা,
এটি ব্রিটিশ আমলের ফেলে যাওয়া কোন বিস্ফোরক জাতীয় সরঞ্জাম হতে পারে। উদ্ধার হওয়া বস্তুটি দেখতে মানুষের উপচে পড়ে এলাকায়। উল্লেখ্য, কয়েকমাস আগে এরমই একটি মেটাল বোমা পাওয়া গিয়েছিল দুবরাজপুর থানার লোবা গ্রামের নদীর চরে Birbhum Ajay river।