Digital Media BSNL লঞ্চ করল Prepaid Plan 197 টাকায় রোজ 2GB ডেটা । পড়ুন বিস্তারিত | By Swastika Paul - April 6, 2021 TwitterPinterestWhatsAppTelegram BSNL launches Prepaid Plan at Rupees 197 for 2GB data per day. Read more BSNL নিয়ে এলো 197 টাকার একটি Prepaid Plan । 3rd April শনিবার থেকেই এটি চালু হয়ে যাচ্ছে। গ্রাহককে রোজ 2GB Data Offer করা হবে। একাধিক Prepaid Recharge Plan ঢেলে সাজাচ্ছে BSNL। ইতিমধ্যেই বেশ কিছু Plan-র Validity বাড়িয়েছে সরকারি এই Telecom সংস্থা। সেই সঙ্গেই আবার একাধিক প্ল্যানে Data Offer ও বাড়িয়েছে BSNL। পাশাপাশিই নতুন কয়েকটি Prepaid Plan ও নিয়ে এসেছে | এবং কিছু ভাউচার আবার তুলেও নিয়েছে এই Government Telco | BSNL-এর 197 টাকার Prepaid Plan – এই Recharge প্যাকে User দের তিন মাস 2GB Data Offer করা হবে। সেই সঙ্গেই থাকছে 18 দিনের জন্য Unlimited Voice Call-র Offer। Unlimited Internet সম্পূর্ণ ভাবে ব্যবহৃত হয়ে গেলে Data Speed 80 Kbps হয়ে যাবে। এই Prepaid Packএ User দের Zing Music App Offer করা হবে 18 দিনের জন্য। এই Plan-র Validity 180 Days । অর্থাৎ, তিন মাস রোজ 2GB করে ডেটা ব্যবহার করতে পারবেন User-রা। আমাদের লেখা আপনার কেমন লাগছে ও আপনার যদি কোন প্রশ্ন থাকে তবে নিচে কমেন্ট করে জানান ।