On a train without a ticket? Chetna Special launched in Sealdah station at 15th august
Chetna Special Train 2021: রেল ও চাইছে চেতনা বদল হোক। তাই আজ স্বাধীনতা দিবসের দিন New Chetna Special চালু করে দিল Indian Railway। স্বাধীনতা দিবসের দিন Sealdah Division চালু করে দিল নয়া চেতনা রেল। Special train and breakdown car হিসাবেই চলবে এই চেতনা স্পেশ্যাল।
Covid Situation এর কারণে বন্ধ ট্রেন চলাচল। চলছে না Local Train। শুধুমাত্র ভরসা স্পেশাল ট্রেন এর উপর । সকলের সেই ট্রেনে চড়ার অনুমতি নেই। সেই ট্রেনে চড়তে হচ্ছে বিশেষ অনুমতি নিয়েই ।
Chetna Special Train 2021: Special train and breakdown car
কিন্তু রেলের তরফে অভিযোগ উঠেছে স্পেশ্যাল ট্রেনেও অনেকে টিকিট ফাঁকি দিচ্ছেন। অনেকে ট্রেনে চড়ার অনুমতি ছাড়াই উঠে পড়ছেন সেই ট্রেনে। এবার তাদের ধরতে এই স্পেশ্যাল চেতনা অভিযান। Sealdah Division তৈরি করেছে সেই স্পেশ্যাল চেতনা ট্রেন।
National Flag-র রঙে সজ্জিত হয়েছে Train-র কামরা। Ocher, white, green রঙের সমারোহ রয়েছে গোটা কামরা জুড়ে। শুধুমাত্র ট্রেনে টিকেট ফাঁকি দেওয়ার জন্য নয়, কোথাও Train Operation Problem হলেও Break Down Car হিসাবে ছুটে যাবে এই চেতনা স্পেশ্যাল।
কামরার ভিতরে রয়েছে Revolutionary and wise দের ছবি। তবে এই ট্রেন শুধু Ticket Checking-র জন্য নয়, এর সঙ্গে থাকছে Break Down Car-ও। Eastern Rail-র মুখ্য জনসংযোগ আধিকারিক একলব্য চক্রবর্তী জানান, এটি Sealdah Division-র একটি অভিনব ভাবনা।
অন্য কোনো দেশে এমন ব্যবস্থা চালু হয়নি। Ticket Checking হবে, লাইনে কোথাও Break Down হলে তা সারানোর সব বন্দোবস্ত থাকছে এই ট্রেনে। Battery & Electric দু’টি উপায়েই চলবে এই ট্রেন।
State Government জানিয়েছে, আগামী ১৫ দিন লোকাল ট্রেন বন্ধ থাকবে ৷ যাদের রেলে চড়ার অনুমতি আছে। যাদের রেল এ যাতায়াতের অনুমতি আছে, এছাড়াও যারা অন্যায় ভাবে রেল এ যাতায়াত করছেন তাদের জন্য হাজিরচেতনা স্পেশাল।