Child fever in Hoogly| হুগলি-চুৃঁচুড়ার হাসপাতালে ভর্তি ৬৪ শিশু, আতঙ্কের প্রহর গুনছেন অভিভাবকেরা
Child fever in Hooghly : হুগলি জেলা হাসপাতাল, চুৃঁচুড়া ইমামবাড়ায় এই মুহূর্তে ৬৪ জন শিশু ভর্তি আছে জ্বর নিয়ে। সবাই ভাইরাল ফিভারে আক্রান্ত। একজনের ডেঙ্গু ধরা পড়েছে। গত এক সপ্তাহে কারও করোনা ধরা পড়েনি। ফাইল ছবি।
যেসব শিশু আসছে জ্বর নিয়ে তাদের রক্ত পরীক্ষা করা হচ্ছে। তাদের মধ্যে চার-পাঁচ জন স্ক্র্যাব টাইফাসে আক্রান্ত জানিয়েছেন জেলা হাসপাতালের সুপার উজ্জ্বলেন্দু বিকাশ মণ্ডল। ফাইল ছবি।
Read More : মহিলাকে ধর্ষণের পর যোনিতে ঢুকিয়ে দেওয়া হল রড, মনে করাচ্ছে নির্ভয়াকে
গতকালই হুগলি জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক রমা ভুঁইয়া হাসপাতাল সুপার ও ব্লক হাসপাতালের বিএমওএইচদের নিয়ে জরুরি বৈঠক করেন। তিনি বলেন, বর্তমান পরিস্থিতিতে শিশুদের চিকিৎসায় বিশেষ জোর দেওয়া হয়, এই সময় যে শিশুই জ্বরের উপসর্গ নিয়ে আসছে, তাদের করোনা ও ডেঙ্গু পরীক্ষা করার পাশাপাশি জ্বরের কারণ খতিয়ে দেখা হচ্ছে। ফাইল ছবি।
জেলা হাসপাতালের সুপার উজ্জ্বলেন্দু বিকাশ মণ্ডল জানান (Child fever in Hooghly), এই সময় আবহাওয়ার পরিবর্তন হওয়ায় অনেক শিশুর জ্বর হয়। যারা মূলত হাসপাতালে ভর্তি হচ্ছে তারা এই ধরনের ভাইরাল ফিভারে আক্রান্ত হচ্ছে।তাদের মধ্যে একজনের ডেঙ্গু ধরা পড়েছে। আর কয়েকজনের স্ক্রাব টাইফাস। ফাইল ছবি।
করোনার তৃতীয় ঢেউয়ে শিশুদের আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি বলা হচ্ছে তাই চিন্তা রয়েছে। তবে এখনও এক সপ্তাহ না গেলে কিছুই পরিষ্কার হবে না। হাসপাতালগুলিতে শিশু চিকিৎসায় পেডিয়াট্রিক ইনটেনসিভ কেয়ার ইউনিট (পিকু) বাড়ানো হচ্ছে। ফাইল ছবি।