computer keypad are so random | why ?

Mechanical keyboard



computer keypad are so random | আমরা Key-Board এ যে Layout ব্যবহার করি, সেটার নাম Qwerty | Key-Board এ Left hand-র ওপরের দিকের Alphabet গুলো দেখুন। ইংরেজিতে Q, W, E, R, T ও Y  Alphabet 6টি পাশাপাশি পাবেন। এই ছয় অক্ষর এক করেই বিন্যাসটিকে বলা হয় Qwerty।

Why Computer or Phone are not arranged alphabetical words ?? computer keypad are so random | 

আধুনিক Key-Board এ Alphabet-র বিন্যাস বেছে নেওয়া হয়েছে 19 শতকের এই যন্ত্র থেকে। 1873 সালে The Remington typewriter টি প্রথম যেদিন বাজারে ছাড়া হয়, বর্তমানের জীবিত ব্যক্তিদের কেউ তখন জন্মাননি। অথচ 148 Years পর আজও আমরা এই বিন্যাস আঁকড়ে পড়ে আছি। 

What is Typewriter Alphabet ?  

 সে সময় Typewriter-র Alphabet গুলো এভাবে সাজানোর পেছনে কারণ তো ছিল বটেই। তবে মূল কারণ নিয়ে দুই ধরনের তত্ত্ব পাওয়া যায়।

একটিহলো, শুরুতে Typewriter-র Alphabet গুলো বর্ণানুক্রমিক ছিল। তবে সে সময় কেউ কেউ Key-Board এ এত Speed এ  Type করতেন যে বোতামগুলোর নিচে যুক্ত রড একটি আরেকটিতে আঘাত করত। কখনো কখনো আটকে গিয়ে বন্ধ হয়ে যেত Typing। সেই সমস্যা সমাধানে Qwerty Key-Board-র প্রচলন করা হয়।

Why Computer Keyboard are so random ??

computer keypad are so random বিন্যাসে সবচেয়ে বেশি ব্যবহৃত Alphabet গুলো দূরে সরিয়ে দেওয়া হয়|  যেন Type করার সময় নিচের রডগুলো একটির সঙ্গে আরেকটি আটকে না খায়। Remington Keyboard-র জনপ্রিয়তার সঙ্গে জনপ্রিয় হয় Qwerty Keyboard |

What is the reason of random Computer Keyboard ? 

Qwerty বিন্যাসসহ Keyboard- র Patent প্রথম করেন Christopher Scholes। Stamp জানিয়েছেন  কেবল তিনিই বিন্যাসটির উদ্ভাবক নন বলে । বরং The telegraph operators ,Morse সংকেতের English transcript তৈরির জন্য Typewriter ব্যবহার করতেন। তাঁদের সুবিধার্থে Speed এ এবং Easily Type করার জন্য সময়ের সঙ্গে সঙ্গে পরিবর্তিত হয়েছে Qwerty Keyboard ।  

এরপর নতুন ধরনের Layout  প্রচলনের চেষ্টা হয়েছে | তবে  Qwerty Keyboard এ আমরা অভ্যস্ত হয়ে গেছি। একবার শিখে গেলে এটা বেশ সহজও। আর অনেকে তো না দেখেই Keyboard এ ঝড় তুলতে পারেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here