covid-19 cases in india in last 24 hours | দেশে ফের ঊর্ধ্বমুখী করোনা সংক্রমণ
covid-19 cases in india in last 24 hours: ফের ঊর্ধ্বমুখী দেশের কোভিড গ্রাফ। গতকালের থেকে ৪.৭ শতাংশ বাড়ল দৈনিক সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৪৬ হাজার ৭৫৯ জন এবং মৃত্যু হয়েছে ৫০৯ জনের। সংক্রমণের পাশাপাশি বেড়েছে দৈনিক কোভিড মৃত্যুও। এদিকে, এই সময়ের মধ্যে সুস্থ হয়ে উঠেছেন ৩১ হাজার ৩৭৪ জন।
করোনার তৃতীয় ঢেউ নিয়ে আশঙ্কার মধ্যেই সংক্রমণের এই বাড়বাড়ন্ত চিন্তার ভাঁজ ফেলছে বিশেষজ্ঞদের কপালে। এখনও পর্যন্ত দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ৩ কোটি ২৬ লাখ ৪৯ হাজার ৯৪৭ জন। তাঁদের মধ্যে সুস্থ হয়ে উঠেছেন ৩ কোটি ১৮ লাখ ৫২ হাজার ৮০২। এই মুহূর্তে দেশে সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা ৩ লাখ ৫৯ হাজার ৭৭৫ জন। এদিকে করোনায় এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ৪ লাখ ৩৭ হাজার ৩৭০ জনের।
এদিকে, করোনার তৃতীয় ঢেউয়ের হাত থেকে মুক্তি পেতে টিকাকরণে দেওয়া হচ্ছে বিশেষ জোর। এখনও পর্যন্ত করোনার টিকা পেয়েছেন ৬২ কোটি ২৯ লাখ ৮৯ হাজার ১৩৪ জন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় করোনা টিকা পেয়েছেন ১ কোটি ৩ লাখ ৩৫ হাজার ২৯০ জন।
India reports 46,759 new #COVID19 cases, 31,374 recoveries and 509 deaths in the last 24 hrs, as per Health Ministry.
Total cases: 3,26,49,947
Total recoveries: 3,18,52,802
Active cases: 3,59,775
Death toll: 4,37,370Total vaccinated: 62,29,89,134 (1,03,35,290 in last 24 hours) pic.twitter.com/6Hxp7d1Td5
— ANI (@ANI) August 28, 2021
প্রসঙ্গত, করোনার দ্বিতীয় ঢেউয়ের ভয়াবহতা এখনও কাটেনি। এদিকে সংক্রমণের বাড়বাড়ন্তে তৃতীয় ঢেউ নিয়ে বাড়ছে উদ্বেগ। এই পরিস্থিতিতে কিছুটা আশার কথা শুনিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থা-র প্রধান গবেষক সৌমা স্বামীনাথন। তিনি জানিয়েছেন, করোনায় এন্ডেমিক পর্যায় এসে গিয়েছে। অর্থাৎ ভাইরাসকে সঙ্গী করেই বাঁচতে শিখে গিয়েছেন সাধারণ মানুষ। তিনি আরও জানান, বর্তমানে আর আগের মতো করোনা সংক্রমণ ঘটবে না।
Third Wave of COVID-19: চোখ রাঙাচ্ছে করোনার তৃতীয় ঢেউ
পাশাপাশি, করোনার নতুন একটি ভ্যারিয়্যান্ট কোভিড-২২ নিয়ে উদ্বিগ্ন গবেষকরা। তাঁদের আশঙ্কা, হয়তো পরের বছরই এই ভ্যারিয়্যান্ট থাবা বসাতে পারে, যা অন্যান্য ভ্যারিয়্যান্টের থেকে অনেক বেশি ভয়াবহ হবে।
এই প্রসঙ্গে কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. ক্রিস স্মিত বলেন,
‘করোনা মহামারী এখনও শেষ হয়নি। সংক্রমণ কমে গেলেও বিভিন্ন রূপে ফিরে আসছে এই ভাইরাস।’ এক্ষেত্রে করোনাভাইরাসের এই নতুন স্ট্রেনের সঙ্গে লড়াই করার জন্য নতুন টিকার প্রয়োজন হতে পারে বলে মনে করা হচ্ছে। গবেষকদের কথায়, করোনার যে কোনও ভ্যারিয়্যান্টের হাত থেকে মুক্তি পেতেই করোনা টিকা অত্যন্ত কার্যকরী। টিকাকরণে জোর দিতে হবে গোটা বিশ্বকে।
covid cases in india in last 24 hours today state wise Click