Electronics and Communication Engineer-দের চাকরির সুযোগ দিচ্ছে Bharat Electronics Limited

Electronics and Communication Engineer-দের  চাকরির সুযোগ দিচ্ছে Bharat Electronics Limited,

Electronics and Communication Engineer: কিছু খারাপের মধ্যেও যেমন ভালো কিছু থাকে, তেমনই যারা এই সময়ে চাকরি খুঁজে চলেছে তাদের জন্য রয়েছে সুখবর। দেশজুড়ে করোনা সংক্রমণ ক্রমশ বেড়ে চলায় একদিকে যেমন চিকিৎসা ব্যবস্থার নাজেহাল অবস্থা, ঠিক অন্যদিকে তেমন আবার ভেঙে পড়েছে অর্থনৈতিক পরিকাঠামো। ভাইরাসের কারণে অনেকে কাজ হাড়িয়েছে। আবার অনেক শিক্ষার্থীরা এই মাহামারী পরিস্থিতির জন্য নিজেদের আগামী দিনের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত রয়েছে। তবে কিছু খারাপের মধ্যেও যেমন ভালো কিছু থাকে, তেমনই যারা এই সময়ে চাকরি খুঁজে চলেছে তাদের জন্য রয়েছে সুখবর।

Bharat Electronics Limited তাদের Trainee Engineer এর ৩০ শূণ্য পদের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।

Bharat Electronics Limited তাদের Trainee Engineer পদের জন্য আবেদনের প্রক্রিয়া শুরু করেছে চলতি মাসের ১২ তারিখ থেকে। এই প্রক্রিয়া শেষ করা হবে আগামী ২১ মে। অনলাইন মাধ্যমে আগ্রাহী প্রার্থীরা আবেদন করতে পারবে এই পদের জন্য। Bharat Electronics Limited অফিসিয়াল ওয়েবসাইট www.bel-india.in ঠিকানায় সমস্ত প্রয়োজনীয় নথি দিয়ে আবেদন করতে হবে প্রার্থীদের।

আবেদন পত্রের জন্য জেনারেল প্রার্থীদের ২০০ টাকা দিয়ে এসবিআই (SBI) ব্যাঙ্কের মাধ্যমে পেমেন্ট করতে হবে। অন্যদিকে এই পদের জন্য এসসি (SC), এসটি (ST) এবং পিডাব্লুডি (PWD) প্রার্থীদের এই পদের জন্য কোনও আবেদন মূল্য দিতে হবে না।

Bharat Electronics Limited সংস্থার Trainee Engineer এর জন্য ৩০ টা পদে নিয়োগ করা হবে ভারতীয় নাগরিকদের। পদের জন্য ২৫,০০০ টাকা মাসিক বেতন দেওয়ার কথা উল্লেখ করা হয়েছে বিজ্ঞপ্তিতে। ২০২১ সালের মে মাসের ১ তারিখ পর্যন্ত যাদের বয়স ২৫ বছরের মধ্যে তারা এই পদের জন্য আবেদন করতে পারবে। ২৫ এর বেশি বয়সীরা আবেদনের যোগ্য হবে না।

শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে (Educational Qualification For Bharat Electronics Limited Trainee Engineer) :

  1. ইলেক্ট্রনিক্স (Electronics), ইলেক্ট্রনিক্স এবং জ্ঞাপন (Electronics & Communication),
  2. ই অ্যান্ড টি (E&T),
  3. টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং (Telecommunication Engineering) বিভাগে বি.ই (B.E.) এবং বি টেক (B. Tech) নিয়ে পড়া শিক্ষার্থীরা Trainee Engineer পদের জন্য আবেদন করতে পারবে।

Eligibility Criteria For Bharat Electronics Limited Trainee Engineer:

এই পদে চাকরি করবার জন্য জেনারেল (General), ওবিসি (OBC) এবং ইডাব্লুএস (EWS) প্রার্থীদের ফাস্ট ক্লাস নিয়ে উত্তীর্ণ এবং এসসি (SC), এসটি (ST) এবং পিডাব্লুডি (PWD) প্রার্থীদের উত্তীর্ন হতে হবে। এছড়াও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, Bharat Electronics Limited সংস্থার Trainee Engineer পদের জন্য ন্যূনতম ছয় মাসের শিল্পের অভিজ্ঞতা থাকতে হবে।


Website (Bharat Electronics Limited): Click 

Notice Pdf: Click

Syed Mosharaf Hossain
Syed Mosharaf Hossain
Hi, I am Syed Mosharaf Hossain, popularly known as Deep in my friends’ circle. I am a writer, author ,educationist and an researcher . I enjoy writing things that are on popular science, applied mathematics, environment, history, invention news , modern technology culture and society in Bengali in order to popularize science among readers in the regional language. Gold medalist, at Govt. of West Bengal district and state level Student-Youth science research competition 2015 & Inventor of women safety Shoe, Study- Engineering student

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest Articles