FAIL মানেই সবকিছু শেষ নয় | আবারও প্রমাণ করলেন IAS অনুদ্বিপ | জানুন বিস্তারিত |

FAIL does not mean the end of everything IAS Anudeep proved again Learn more


Backbencher doesn’t mean it’s all over, IAS can be



আসুন জেনে নিই অনুদ্বিপ IAS-এর সংগ্রামের কাহিনী | প্রতিযোগিতা যেখানে IAS , সেখানে সফল হতে যে পরিশ্রমের চূড়ান্ত জায়গায় পৌঁছতে হবে | তা আর নতুন কিছু নয় ! নানা ঘাত-প্রতিঘাত পেরিয়ে IAS-র দরজা পেরোতে সফল হয়েছেন যাঁরা | তাঁদের নিজমুখে সে লড়াইয়ের গল্প শুনলে কঠিন রাস্তাটা সুগম হয়ে যেতে পারে। ঠিক তেমনি আজ অনুদ্বিপ এর কথা জানবো |


তেলাঙ্গানা-র ছোট্ট জায়গা মেটপল্লি থেকে উঠে আসা অনুদ্বিপ ।Graduation রাজস্থান থেকে। Graduation চলাকালীন IAS হওয়ার স্বপ্ন দেখতে শুরু করেন অনুদ্বিপ |2012 সালে প্রথমবার বসেন Exam -এ। Interview Round পর্যন্ত পৌঁছালেও শেষরক্ষা হয়নি।


পরেরবার আবার পরীক্ষায় পাশ করেন । তবে Rank কম থাকায় IRS – এ নির্বাচিত হন। Customs & Central Excise Officer হিসেবে যোগ দেন। 2 বছর চাকরি করেন। কিন্তু প্রস্তুতিতে ছেদ পড়েনি কারন  লক্ষ্য IAS।


কিন্তু চাকরি ছেড়ে দেননি তিনি কাজ করতে করতেই পড়েছেন। প্রস্তুতি নিয়েছেন। বারবার পরীক্ষায় বসেও কৃতকার্য না হওয়ায় হাল ছাড়়েননি তিনি । 2018-য় পঞ্চমবারের চেষ্টায় শুধুমাত্র সফলই নয় একেবারে শীর্ষস্থান দখল করেন। লড়াইয়ে যারা পাশে ছিলেন যাঁদের, কৃতজ্ঞতা জানিয়েছিলেন। IAS হিসেবে তাঁর TOP Priority নারীসুরক্ষা নিশ্চিত করা জানিয়েছিলেন অণুদীপ।


সেবার  9,57,590 জন Preliminary-র জন্য আবেদন করেছিলেন। পরীক্ষায় বসেছিলেন 4,56,625 জন।  তাঁদের মধ্যে Main Exam-র জন্য Qualify করেন 13,366 জন। পাশ করেন 2,568 জন। চূড়ান্ত তালিকায় নাম ওঠে 990 জনের। 750 জন Man এবং 240 জন Women ।  IAS, IFS, IPS- এই 3 Category -তে পোস্টিং দেওয়া হয় তাঁদের। 


অণুদীপ  বলেন , চাকরি করতে করতে Exam-র প্রস্তুতি কঠিন কিন্তু অসম্ভব নয়। চাইলে সম্ভব করা যায় ।


আমাদের লেখা আপনার কেমন লাগছে ও আপনার যদি কোন প্রশ্ন থাকে তবে নিচে কমেন্ট করে জানান ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here