দু’টি অভিনব পদ্ধতিতে লক্ষ -লক্ষ টাকার সোনা পাচার, পদ্ধতি খুঁজে পেয়ে অবাক কাস্টমস

এই সোনা কোনও গয়না বা বিস্কুটের ফর্ম্যাটে পাচার করা হচ্ছিল না৷

দু’টি অভিনব পদ্ধতিতে লক্ষ -লক্ষ টাকার সোনা পাচার, পদ্ধতি খুঁজে পেয়ে অবাক কাস্টমস

Gold Smuggling new idea: বদলে যাওয়া সময়ের সঙ্গে সঙ্গে বদলে যাচ্ছে স্মাগলিংয়ের (Gold Smuggling new idea)  ধরণ৷ স্মাগলাররা পুলিশকে বোকা বানাতে কোনও কসুর করছেন না৷ তা ধরতে গিয়ে কাস্টমস, পুলিশ, নিরাপত্তাবাহিনী সকলের অবস্থা খারাপ৷ এরকমই এক অভিনব ধরণের স্মাগলিংয়ের খবর পাওয়া গেল৷ কেরলের কন্নুর এয়ারপোর্টে (Kannur Airport) যা ঘটনা ঘটল সকলেই স্তম্ভিত৷ সোমবার সেখানে ১৪ লক্ষ টাকার সোনা উদ্ধার হয়েছে৷

এই সোনা কোনও গয়না বা বিস্কুটের ফর্ম্যাটে পাচার করা হচ্ছিল না৷ সোনার পেস্ট বানিয়ে তা জিন্সের ওপর চিপকে দেওয়া হয়েছিল৷ এটা করা হয়েছিল যাতে পুলিশের মনে হয় এটা জিনসের ওপর নতুন কোনও ডিজাইন৷ আর সেটা ভেবেই ছেড়ে দেবে কাস্টমস৷ কিন্তু দুষ্কৃতীকারীদের এই ভয়ঙ্কর প্ল্যানিং কার্যকরী হয়নি, তাঁকে গ্রেফতার করে নেওয়া হয়৷Copy : Click

সংবাদ সংস্থা এএনআই এই বিষয়ের একটি ছবি শেয়ার করেছে৷ এতে পরিষ্কার দেখা যাচ্ছে জিন্সের প্যান্টে এটা দুটো লেয়ার রয়েছে৷ যার একটিতে সোনা পেস্ট করে দেওয়া হয়েছিল৷ যা বিশেষ এক ধরণের ডিজাইন মনে হচ্ছিল৷ এই প্যান্ট পরে অরোপি এয়ারপোর্টের বাইরে যাওয়ার চেষ্টা করছিল৷ এরপরেই তাকে পাকড়াও করা হয়৷

Read More : covid-19 cases in india in last 24 hours | দেশে ফের ঊর্ধ্বমুখী করোনা সংক্রমণ 

আধিকারিকদের মতে তল্লাশি চলাকালীন তাঁদের সন্দেহ হয়৷ তারপর তার কাপড় খোলানো হয়৷ সে ডবল লেয়ারের প্যান্ট পরেছিল৷ আর ভীষণ পাতলা একটা সোনার লেয়ার হয়েছিল৷ একজন আধিকারিক বলেছেন, ‘‘কন্নুর বিমানবন্দরে সীমা শুল্কের জন্য এয়ার ইন্টিলিজেন্স ইউনিট সোমবার সকালে ৩০২ গ্রাম সোনা উদ্ধার করেছে৷

উদ্ধার হল ১৪.৬৯ লক্ষ টাকার সোনা৷ এত টাকার সোনা পুরোটাই জিনসের প্যান্টে লেয়ার বানিয়ে নিয়ে যাওয়া হচ্ছিল৷ এদিকে রবিবার মেঙ্গালুরু আন্তর্জাতিক বিমানবন্দরে আধিকারিকরা দুবাইতে আরও এক যাত্রীর থেকে ৩৩৫ গ্রাম সোনা উদ্ধার হয়৷ এর মূল্য ১৬ ,২১,৪০০ টাকা৷ এটা কেরলের বাসিন্দা মহম্মদ নবাসের কাছে থেকে উদ্ধার করা হয়েছিল৷ এটা আবার দুটি স্কেটিং বোর্ডের তলায় লুকিয়ে নিয়ে যাচ্ছিল৷ এই যাত্রী এয়ার ইন্ডিয়া থেকে দুবাই থেকে এসেছিলেন৷ (এজেন্সি ইনপুট)

Yours Smart Update24 Team
Yours Smart Update24 Teamhttps://sdsmartupdate24.in
বাংলায় বিজ্ঞান ও প্রযুক্তি চর্চাকে আরো এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে Smart Update24।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest Articles