Good Morning Message | গুড মর্নিং মেসেজ ইন্টারনেট জগতে ডেকে আনছে বিপদ , কি সেই বিপদ ?
Good Morning Message : সকালে ঘুম ভাঙতেই প্রথম কাজ ফোনের ইন্টারনেট অন করা। আর নেট অন হতেই ঝড়ের গতিতে আসতে শুরু করে যত রাজ্যের নোটিফিকেশন। তবে এর মধ্যে সবচেয়ে বেশি যেটা আদান-প্রদান হয় সেটা হল সুপ্রভাত বা গুড মর্নিং মেসেজ। এই তল্লাটে এমন কেউ নেই যে সকালে গুড মর্নিং মেসেজ পায়নি বা পাঠায়নি। কিন্তু এই গুড মর্নিং (Good Morning Message) মেসেজের ফলে গোটা বিশ্বের ইন্টারনেটে কী প্রভাব পড়ছে জানেন?
ব্রিটেনের এক সমীক্ষায় বলা হয়েছে,
দিনের একটি নির্দিষ্ট সময়ে সারা বিশ্বের ইন্টারনেট গতি স্লথ হয়ে যায়। বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার পর আইটি বিশেষজ্ঞরা ধরতে পারেন এই ইন্টারনেট গতি কমে যাওয়ার পিছনে রয়েছে অসংখ্য ভারতীয়দের গুড মর্নিং পাঠানোর হিড়িক।
সকালে উঠে হোয়াটসঅ্যাপ সহ অন্যান্য প্ল্যাটফর্মে ভারতীয়দের সুপ্রভাত বা গুড মর্নিং মেসেজ পাঠানোর অভ্যাস, গোটা বিশ্বের ইন্টারনেট স্পিড স্লো করে দিচ্ছে। ঠিক সকাল ৮ টা বাজতেই টিং টিং করে ফোনে ঢুকতে শুরু করে গাদা গুচ্ছের গুড মর্নিং মেসেজ। শুধু এখানেই শেষ নয় গত ৫ বছরে ভারতীয়দের মধ্যে গুগলে গুড মর্নিং মেসেজ সার্চ ১০ গুণ বেড়ে গিয়েছে।
এর ফলে শুধু ইন্টারনেট গতি কমে যাচ্ছে না, হ্যাং করছে আপনার স্মার্টফোনও। এই মুহূর্তে ভারতে হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীর সংখ্যা প্রায় ৪০ কোটি বা তারও বেশি। আর এই গুড মর্নিং মেসেজ সবচেয়ে বেশি যেখানে পাঠানো হয় এই হোয়াটসঅ্যাপেই। বিশেষজ্ঞদের মতে, ভারতে ইন্টারনেট ব্যবহার অত্যন্ত সহজলোভ্য হওয়ায় ছোট থেকে বড় সবাই এটি অ্যাক্সেস করতে পারে।
Read More : West Bengal Weather Update: দক্ষিণবঙ্গের জন্য বিপদের ৪৮ ঘণ্টা! যা হতে চলেছে আবহাওয়ায়
ভারতীয়দের গুড মর্নিং মেসেজ নিয়ে এত আগ্রহ দেখে আলাদাই একটা গুড মর্নিং সেকশন খুলে বসেছে পিন্টারেস্ট।
তাদের মতে, ভারতীয়দের এই ধরণের বার্তা বা ছবি ডাউনলোড করার ঝোঁক বিগত সময়ে ৯ গুণ বৃদ্ধি পেয়েছে। যদিও এই অভ্যাসে এমন কিছু খারাপ দেখছেন না বিশেষজ্ঞরা। সকালে উঠে সুপ্রভাত বার্তা দুই পক্ষের মধ্যে ভালো সম্পর্ক স্থাপন করে।
কিন্তু আজকাল গুড মর্নিং মেসেজের হিড়িকে অনেক ফেক নিউজের আদান-প্রদান বেড়েছে। যা সোশ্যাল দুনিয়ার বিভেদ সৃষ্টি করছে। অনেকে আছেন যারা হোয়াটসঅ্যাপে ফরওয়ার্ড হওয়া বিভিন্ন মেসেজ সত্যি ভেবে বসেন। তাই যেকোনো রকম ফেক নিউজ বা ভুল তথ্য যাচাই না করে বিশ্বাস করা উচিত নয়।