how to make oxygen at home

বাড়িতে অক্সিজেন কী ভাবে তৈরি করা যায়?’ তীব্র সংকটে Google-এর শরণাপন্ন ভারতবাসী

ভারতে মাত্রাতিরিক্ত হারে বাড়ছে করোনার সংক্রমণ। দেশের বিভিন্ন প্রান্তের, বিভিন্ন হাসপাতালের চিত্রটা প্রায় একই। বেড নেই, অক্সিজেনের জন্য হাহাকার। আর এমনই এক পরিস্থিতিতে দেখা গেল, Google-এ মানুষ সবথেকে বেশি সার্চ করছেন, ‘বাড়িতে কী ভাবে অক্সিজেন বানানো যায়?’ আবার কেউ বা সার্চ করছেন, ‘বাড়িতে কী ভাবে অক্সিজেন সিলিন্ডার বানানো যায়?’ অক্সিজেনের আকাল শুরু হতেই ভারতে Google-এর ট্রেন্ডিং বিষয় হয়ে উঠেছে, ‘How To Make Oxygen At Home’।

বিষয়টি সর্বপ্রথম নজরে আনেন বিশাল গোন্ডাল, যিনি ফিটনেস ব্র্যান্ড Goqii এবং NCore Games-এর প্রতিষ্ঠাতা। এই NCore Games-ই হল FAU-G গেমের ডেভেলপার। একটি টুইট করে ‘কী ভাবে বাড়িতে অক্সিজেন তৈরি করবেন’, তার Google Search-এর বিষয়টি স্ক্রিনশট সহযোগে শেয়ার করেছেন। আপনারা চাইলেও নিজে থেকে চেষ্টা করে দেখতে পারেন। তার জন্য Google-এ গিয়ে ‘How To’ লিখে সার্চ করলেই দেখতে পাবেন, প্রথমেই আপনাকে ‘How To Make Oxygen’ এবং তার ঠিক পরেই ‘How To Make Oxygen Cylinder‘ দেখানো হচ্ছে।

এখন প্রশ্ন হচ্ছে, দেশের কোন কোন রাজ্য থেকে সবথেকে বেশি পরিমাণে বাড়িতে অক্সিজেন তৈরির পদ্ধতি সম্পর্কে জানতে চাওয়া হচ্ছে? সবার প্রথমেই রয়েছে গুজরাত 70, তার ঠিক পরেই মহারাষ্ট্র 49, উত্তরপ্রদেশ 55 এবং মধ্যপ্রদেশ 46। অন্য দিকে আবার ‘How To Make Oxygen‘ এই বিষয়েরও সার্চ ট্রেন্ডে বড় পরিবর্তন লক্ষ্য করা গিয়েছে। গতকাল এই বিষয়ে Google Trends থেকে 36 সার্চ ভ্যালু নজরে এসেছিল। এক সপ্তাহ আগে সেই সংখ্যাটাই ছিল 5-এর কাছাকাছি। এখানেও সবার প্রথমেই রয়েছে গুজরাত 87 এবং তার ঠিক পরেই রয়েছে মহারাষ্ট্র 61 এবং উত্তরপ্রদেশ 55। আর তার ঠিক এক মাস আগে অর্থাৎ হোলির মাত্র কয়েক দিন পরই, এই দুই সার্চেরই Google Trends-এ ভ্যালু ছিল মাত্র 4।

বাড়িতে অক্সিজেন তৈরির প্রক্রিয়া জানতে চাওয়ার Google Trends-ই বুঝিয়ে দিচ্ছে, দেশজুড়ে এই মুহূর্তে অক্সিজেনের চাহিদা ঠিক কতটা। বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট ও দিল্লি হাইকোর্টের তরফে অক্সিজেনের সরবরাহ নিয়ে কেন্দ্রকে জরুরি পদক্ষেপ গ্রহণ করার নির্দেশ দেওয়া হয়। এছাড়াও গতকালই কেন্দ্রীয় সরাষ্ট্রমন্ত্রকের তরফেও অক্সিজেনের আন্তঃরাজ্য সরবরাহের ক্ষেত্রে যাতে কোনও সমস্যার সৃষ্টি না হয়, সেই নির্দেশও দেওয়া হয়েছে।

Yours Smart Update24 Team
Yours Smart Update24 Teamhttps://sdsmartupdate24.in
বাংলায় বিজ্ঞান ও প্রযুক্তি চর্চাকে আরো এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে Smart Update24।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest Articles