Jagadhatri Puja 2021 : ভদ্রেশ্বরে প্রথামতো ঘোমটা তুলে জগদ্ধাত্রী প্রতিমা বরণ ১৩ পুরুষের
Jagadhatri Puja 2021: এ এক অভিনব দৃশ্য। জগদ্ধাত্রীর বরণ করছেন পুরুষরা। তাও আবার নারীর বেশে
কথা হচ্ছে, ভদ্রেশ্বরে তেঁতুলতলার জগদ্ধাত্রী পুজোর
এবারও সেই প্রথার অন্যথা হল না
১৩ জন পুরুষ ঘোমটা পরে জগদ্ধাত্রী প্রতিমা বরণ করলেন
উলু আর শঙ্খধ্বনিতে মুখরিত হয়ে উঠল ঠাকুর দালান
আর এই বরণ দেখতে করোনা বিধি না মেনেই উপচে পড়ল ভিড়
ভদ্রেশ্বর তেঁতুলতলায় জগদ্ধাত্রী পুজোয় অংশ নিলেও, দশমীর বরণে মেয়েরা থাকেন না
যুগযুগ ধরে এই রীতিই চলে আসছে তেঁতুলতলার পুজোয়
Read More : Aikyashree Scholarship 2021 Registration | Apply for Online, Login & Status
নবমী পুজো আর দশমীর বরণ অনুষ্ঠান দেখতে বহু মানুষ হাজির হন
২২৯ বছর ধরে হয়ে আসছে এই প্রথা
ভদ্রেশ্বরে প্রথামতো ঘোমটা তুলে জগদ্ধাত্রী প্রতিমা বরণ ১৩ পুরুষের, এ এক অভিনব দৃশ্য। জগদ্ধাত্রীর বরণ করছেন পুরুষরা।