Education Kolkata University ভারতের বিশ্ববিদ্যালয় গুলোর মধ্যে সেরা | By Swastika Paul - April 14, 2021 TwitterPinterestWhatsAppTelegram Kolkata University is one of the best universities in India Kolkata University পেল Shanghai Ranking 2020-এ ভারতের বিশ্ববিদ্যালয়গুলির মধ্যে সেরার শিরোপা | Kolkata University ভারতের উচ্চশিক্ষা মানচিত্রে চমকপ্রদ উত্থান । গত বছর NIRF Ranking এ দেশের University-র মধ্যে CU ছিল 7 নম্বরে। দিল্লির Jawaharlal Nehru University (JNU) তালিকায় শীর্ষ স্থান দখল করে । সম্পূর্ণ স্বতন্ত্র একটি আন্তর্জাতিক গবেষণা সংস্থার প্রকাশিত Shanghai Ranking 2020-এ ভারতের বিশ্ববিদ্যালয়গুলির মধ্যে CU প্রথম স্থান অধিকার করেছে। তালিকার 2য় স্থানে Delhi University। আর JNU-র ভাগ্যে জুটেছে বিশ্ববিদ্যালয়গুলির মধ্যে তৃতীয় স্থান। আরও উল্লেখযোগ্য হল, গত বছরের NIRF র্যাঙ্কিংয়ে কলকাতার থেকে দু’ধাপ এগিয়ে ধাকা যাদবপুর বিশ্ববিদ্যালয়ের নাম এই তালিকায় নেই। Shanghai Ranking 2020-এ সমস্ত ভারতীয় উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলির মধ্যে শীর্ষে রয়েছে IISc Bangalore। 2য় স্থানে আছে IIT Madrasa। 3য় স্থানটি Kolkata University-র দখলে (World Ranking 601-700)। 4র্থ এবং 5ম স্থানে আছে যথাক্রমে Delhi University & IIT Delhi | 6ষ্ঠ স্থানে জায়গা করে নিয়েছে IIT Kharagpur। আর National Ranking এ 7 নম্বরে আছে Jawaharlal Nehru University (JNU) | এ Harvard University বিশ্বের সেরার স্বীকৃতি পেয়েছে Shanghai Ranking 2020 | আমাদের লেখা আপনার কেমন লাগছে ও আপনার যদি কোন প্রশ্ন থাকে তবে নিচে কমেন্ট করে জানান ।