Lakhsmir Bhander New Rules August 2021 : লক্ষীর ভান্ডারের ফর্ম বিলি নিয়ে নতুন নিয়ম ঘোষণা করলেন মমতা বন্দ্যোপাধ্যায় | জানুন বিস্তারিত |

Lakhsmir Bhander New Rules 2021: লক্ষীর ভান্ডারের ফর্ম বিলি নিয়ে নতুন নিয়ম ঘোষণা করলেন মমতা বন্দ্যোপাধ্যায় | জানুন বিস্তারিত |

Lakhsmir Bhander New Rules August: Mamata Banerjee announces new rules for distribution of Lakhsmir Bhander forms | Learn more |


Lakhsmir Bhander New Rules August 2021: লক্ষীর ভান্ডার প্রকল্প এর জন্য ইতিমধ্যেই জায়গায় জায়গায় Form Fillup শুরু হয়ে গেছে। এর জন্য বিভিন্ন Camp Office, বিভিন্ন জায়গায় পঞ্চায়েত অফিসে ফর্ম ফিল আপ চলছে । Duare Sarkar-র প্রত্যেকটি Camp-র সামনে লম্বা লাইন।

Mamata Banerjee ইতিমধ্যেই ঘোষণা করে দিয়েছেন যাতে এই দুয়ারে সরকার প্রকল্প নিয়ে কোনোরকম জালিয়াতি না হয়। এই Situation রাজ্য সরকারের তরফে প্রত্যেকটি ফর্মে আলাদা করে ‘Unic Number’ দেওয়ার ব্যবস্থা করা হয়েছিল।

Read More: West Bengal School Reopening: পশ্চিমবঙ্গে খুলছে স্কুল |কবে থেকে তা জানালেন মুখ্যমন্ত্রী | জানুন বিস্তারিত |

Lakhsmir Bhander New Rules August 2021: Duare Sarkar camp new guidelines

কিন্তু ব্যবস্থা গ্রহণ করার পরেও, বিভিন্ন জায়গায় নানা ধরনের অভিযোগ শোনা গিয়েছে অনেকের মুখে, দুয়ারে সরকার কর্মসূচি এবং লক্ষীর ভান্ডার এর ফরম বিলি নিয়ে । এই পরিস্থিতি সামাল দেবার জন্য New Rules জারি করেছে Nabanna Authorities। নবান্নের তরফ থেকে সরাসরি নির্দেশ দেওয়া হয়েছে যে, পঞ্চায়েতের কোন সদস্য কিংবা ক্লাবের সদস্য এই প্রকল্পের সঙ্গে সরাসরি ভাবে যুক্ত হতে পারবে না।

লক্ষীর ভান্ডার এর Form Fillup করার জন্য প্রয়োজন পড়লে College Students এবং কন্যাশ্রী Self Help Group এর সাহায্য নেওয়া যেতে পারে বলে পরামর্শ দিয়েছেন মুখ্য সচিব হরি কৃষ্ণ দ্বিবেদী। এছাড়াও সম্পূর্ণ বিষয়টা নিয়ে District Governor-র পরামর্শ করা উচিত বলে জানিয়েছেন তিনি |

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, আশা কর্মী, অঙ্গনবাড়ি এবং স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের লক্ষীর ভান্ডার প্রকল্পের জন্য কাজে লাগানো যেতে পারে বলে । তিনি নিজেও জানিয়েছেন যেন Form Fillup-র জন্য যেনো কন্যাশ্রী দের লাগানো যায়। তবে এখনো পর্যন্ত State Government-র এই প্রকল্পে বহু আবেদন জমা পড়েছে । তার মধ্যে বেশকিছু আবেদন সম্পূর্ণরূপে ভুয়ো।

Read More: Digi Locker App Download: Direct Link to download Digi Locker APP | Official Website |

নবান্ন আদিবাসী উন্নয়ন নিয়ে একটি বৈঠকে উপস্থিত হয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই বৈঠকেই মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেন, ‘Fake certificate’ কোথায় পাওয়া যাচ্ছে সেই নিয়ে সমস্ত জেলাশাসক কে তদন্ত করতে হবে । যদি সেখানে Fake certificate পাওয়া যায় তাহলে সেই জায়গার জেলা শাসকের বিরুদ্ধে কড়া ব্যবস্থা গ্রহণ করার কথা জানিয়েছেন তিনি। লক্ষীর ভান্ডার প্রকল্পের ফর্ম শুধুমাত্র লক্ষীর ভান্ডার এর Camp থেকে পাওয়া যাবে, অন্য কোথাও থেকে এই Form পাওয়া যাবে না।

Yours Smart Update24 Team
Yours Smart Update24 Teamhttps://sdsmartupdate24.in
বাংলায় বিজ্ঞান ও প্রযুক্তি চর্চাকে আরো এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে Smart Update24।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest Articles