West Bengal Lakshmir Bhander Bank Transfer Today, Informed Nabanna |
Lakshmir Bhander Bank Transfer 2021: ১৬ সেপ্টেম্বর ‘দুয়ারে সরকার’-এর ক্যাম্প শেষ হয়ে গিয়েছে। জোড় কদমে চলছে আবেদন খতিয়ে দেখার কাজ। দ্রুত সেই কাজ শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে। নবান্ন সূত্রে খবর, পুজোর আগেই ‘লক্ষ্মীর ভাণ্ডার’-এর টাকা পেয়ে যাবেন রাজ্যের মহিলারা।
জানা গিয়েছে, দুয়ারে সরকার শিবিরে সবচেয়ে বেশি আবেদন জমা পড়েছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের জন্য। এর পরেই রয়েছে স্বাস্থ্যসাথী। পাশাপাশি ‘খাদ্যসাথী’ ও ‘কাস্ট সার্টিফিকেটে’র জন্যেও বহু আবেদন জমা পড়েছে। রাজ্য জুড়ে মোট ৯২ হাজার ৪৮টি শিবির করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। তবে এর মধ্যে ৯১ হাজার ৯০৩টি শিবির করা সম্ভব হয়েছে। এই সকল শিবিরে নাম লিখিয়েছেন ৩ কোটি ৫৮ লক্ষ ৭৪ হাজার ৭৯১ জন। এর মধ্যে শুধুমাত্র লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে জমা পড়েছে ১ কোটি ৭৯ লক্ষ ২৬ হাজার ৩৬৮টি আবেদন।
Direct Link: Click Here
উল্লেখ্য এর আগে মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন ১ সেপ্টেম্বর থেকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পেতে শুরু করবেন রাজ্যের মহিলারা। তফশিলি জাতি-উপজাতির মহিলারা ১০০০ টাকা এবং বাকিরা ৫০০ টাকা করে পাবেন। তবে যাঁরা আবেদন করেছেন তাঁদের সকলের অ্যাকাউন্টে এখনও টাকা ঢোকেনি। ফলে অনেকেই ভাবছেন, কবে টাকা মিলবে। এদিকে সামনেই পুজো। পুজোর আগেই যাতে আবেদনকারী মহিলারা টাকা পেয়ে যান, সেই ব্যবস্থা করার নির্দেশ দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।
Read More: Duare Ration List 2021: আজ থেকে এই জেলায় দুয়ারে রেশন | তারিখ, সময় জানুন
প্রসঙ্গত, আবেদনপত্র জমা দেওয়ার পর থেকেই আবেদন খতিয়ে দেখার কাজ শুরু হয়ে গিয়েছে। সেই কাজই আরও ত্বরাণ্বিত করার নির্দেশ দেওয়া হল। এই বার লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প প্রথম চালু হল। তাই আবেদনের পরিমাণও সবচেয়ে বেশি।