Social News NASA জানালো 2068 সালে আছড়ে পড়বে এই ভয়ঙ্কর গ্রহাণু | জানুন বিস্তারিত | By Swastika Paul - March 29, 2021 TwitterPinterestWhatsAppTelegram NASA has announced that this terrifying asteroid will hit in 2068 Learn more | মনে করা হয়েছিল যে, আগামী 2029 সাল বা 2036 সাল নাগাদ পৃথিবীতে আছড়ে পড়বে এই ভয়ঙ্কর গ্রহাণু। তবে পরবর্তীকালে গণনায় সেই আশঙ্কা ভুল প্রমাণিত হয়। একই সঙ্গে 2068 সালে পৃথিবীর সঙ্গে গ্রহাণুর সংঘর্ষের সম্ভাবনা উঠে আসে। সেই আশঙ্কা ভুল বলে ঘোষণা করেছে NASA । NASA-র Scientist David Finochia -র কথায়, 2068 সালে সংঘর্ষ হওয়ার আর কোনও আশঙ্কা নেই। আগামী 100 বছর এমনটা হওয়ার কোনও সম্ভাবনা নেই জানালো NASA। প্রাচীন মিশরের দেবতা Apophis-র নামেই এই গ্রহাণুর নামকরণ। গ্রহাণুটি লম্বায় প্রায় 340 Meter। এটি God of Chaos নামেও পরিচিত। আমাদের লেখা আপনার কেমন লাগছে ও আপনার যদি কোন প্রশ্ন থাকে তবে নিচে কমেন্ট করে জানান ।