Know the number of local trains on 15th November 2021
New Local Train Time-Table 2021: Number of local train |New Local Train Time-Table |New Local Train Update |Local train time-table |Local train time-table download PDF |Local train time-table PDF |পূর্ব শাখায় ১৪৬টি লোকাল ট্রেন চলবে |১৫ নভেম্বর থেকে ১৪৬ টি বেশি লোকাল ট্রেন চালাবে রেল
আগামী ১৬ তারিখ থেকে খুলছে স্কুল। এর মধ্যেই বাড়ানো হচ্ছে লোকাল ট্রেনের (Local Train) সংখ্যা। বৃহস্পতিবার এক বিবৃতিতে এমনি জানাল দক্ষিণ পূর্ব রেল (South Eastern Railway)। জানা গিয়েছে, রাজ্য সরকারের সঙ্গে আলোচনা ক্রমে আগামী ১৫ নভেম্বর থেকে রেলের দক্ষিণ পূর্ব শাখায় ১৪৬টি লোকাল ট্রেন চলবে।
বৃহস্পতিবার রেলের তরফে এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, করোনা পরিস্থিতির দিকে খেয়াল রেখে দফায় দফায় ধীরে ধীরে লোকাল ট্রেনের সংখ্যা বাড়াচ্ছে তারা। করোনা পরিস্থিতিতে নজর রাখা হচ্ছে যাত্রী সুরক্ষার দিকে। গত ৩১ অক্টোবর প্রথম দফায় ৪৮টি লোকাল ট্রেন চলাচল শুরু হয়। পরের দফায়, ৮ নভেম্ব র সেই সংখ্যাটা বেড়ে দাঁড়ায় ১০৪-এ।
এখন ১৫ নভেম্বরের মধ্যে ১০৪ থেকে লোকাল ট্রেনের সংখ্যা বাড়িয়ে ১৪৬ করার সিদ্ধান্ত নিয়েছে দক্ষিণ- পুর্ব রেল। আপে ৭২ এবং ডাউন লাইনে ৭৪টি লোকাল ট্রেন চলবে ১৫ তারিখ থেকে। এতে নিত্যযাত্রীরা উপকৃত হবেন বলে আশা করা হচ্ছে।
New Local Train Time-Table 2021; See how many local trains on a line:
রেলের বিজ্ঞপ্তি অনুযায়ী, হাওড়া মেদিনীপুর আপ ও ডাউনে লাইনে যথাক্রমে ১৫ এবং ১৪টি লোকাল ট্রেন , হাওড়া-পাঁশকুড়া আপ ও ডাউন লাইনে ১৯ এবং ১ লোকাল ট্রেন যুক্ত হচ্ছে আগামী ১৫ নভেম্বর থেকে। একইভাবে সাঁতরাগাছি আপ-ডাউনে ২ এবং ২, হাওড়া-আমতা আপ-ডাউন লাইনে ৭ এবং ২০, হাওড়া-হলদিয়ায় ৩ এবং ৪ ট্রেন চলবে। এই ভাবে সব মিলিয়ে মোট ১৪৬টি লোকাল ট্রেন চলবে ১৫ তারিখ থেকে।
Download PDF: Click Here
তাছাড়া কোভিড বিধি মেনে ট্রেনে উঠতে হলে যাত্রীদের মুখে মাস্ক অবশ্যই থাকতে হবে এবং শারীরিক দূরত্ববিধি বজায় রাখার নির্দেশ দেওয়া হয়েছে বিজ্ঞপ্তি-তে। যদিও লোকাল ট্রেনে যে ভিড় হয় এই নির্দেশিকা কতটা মেনে চলা যাবে তা নিয়ে ধন্দ রয়েছে।
প্রসঙ্গত, আনলক পর্বে ধীরে ধীরে চালু হয়েছে প্রায় সমস্ত গণপরিবহনের পরিষেবা। কিন্তু লোকাল ট্রেন না চলায় ভোগান্তিতে পড়তে হচ্ছিল কাজে বেরনো মধ্যবিত্ত-নিম্ন মধ্যবিত্ত-দিন আনা দিন খাওয়া পরিবারের সদস্যদের। যা আয় করছেন, তাঁর অর্ধেকের বেশি গাড়ি ভাড়াই বেরিয়ে যাচ্ছে বলে অভিযোগ করছিলেন তাঁরা। রেলকর্মীদের জন্য চালানো স্পেশ্যাল ট্রেনে ওঠা নিয়ে বিক্ষোভ দেখিয়েছেন যাত্রীরা। গত কয়েক সপ্তাহ ধরে সেই বিক্ষোভ আরও বেশি করে মাথাচাড়া দিয়ে ওঠে। লোকাল ট্রেন চালানোর দাবি আরও জোরাল হয়। এখন আস্তে আস্তে সেই পরিষেবা স্বাভাবিক করার লক্ষ্যে দক্ষিণ -পূর্ব রেল।