Poet Rabindranath | Who is this viral poet on the internet?

Rabindranath Tagore: poems, essays, and short stories



Rabindranath Tagore | ঠিক যেন রবীন্দ্র নাথ ঠাকুর | সাদা লম্বা দাড়ি, ঘার অব্দি নেমে আসা ঢেউ খেলানো সাদা চুল | Kolkata-র রাস্তায় দেখা হয়ে যেতেই পারে এই মানুষটির সঙ্গে। তবে কবিগুরু ভেবে আবার ভুল করে ঘাবড়ে যাবেন, যদি তিনি সামনে আসেন । কারণ কবিগুরু কোনও রকম সম্পর্ক নেই এই ব্যক্তির সঙ্গে । ইনি BSNL-এ কর্মরত হেদুয়ার বাসিন্দা Somnath Bhadra | যে কেউ ভুল করবেন মুহূর্তে, হঠাৎ করে দেখলে ।

সোমনাথ বাবু ছোটবেলা থেকেই Rabindranath Tagore-কে আদর্শ মেনেছেন | বাঙালির মত তিনিও কবিগুরুর গান শুনে বড় হয়েছেন। তবে বড় হওয়ার সাথে সাথে তিনি বুঝতে পারেন, তাঁর চেহারার সঙ্গে এক কাকতালীয় মিল রয়েছে বাঙালির প্রাণের গুরুর। একটা সময় নিজের দাড়ি কেটে ফেলতে চেয়েছিলেন সোমনাথ বাবু | তবে বেলুড় মঠের এক সন্ন্যাসী তাঁকে দাড়ি না কাটার জন্য Request করেন। বহু বছর সেই সন্ন্যাসীর কথা রেখে দাড়ি কাটেননি সোমনাথ বাবু | শোনা যায়, বিশ্বে কবিগুরুর ডুপ্লিকেট নাকি সাত জন মানুষকে পাওয়া যায় |

Read More: NASA news, to send people to the moon Project |

                                                                                                                                আপন জনের মত বাঙালি জীবন চর্যায় কবিগুরুর নাম জড়িয়ে আছে । কবিগুরুর লেখা “সহজ পাঠ” এর মধ্যে দিয়ে বাঙালির বাংলা ভাষায় প্রথম পরিচিতি হয় । আর যাঁর Song-poem-drama-story প্রতি মুহূর্তে জারিত করে চলেছে বাঙালি জীবন দর্শন।

যে শব্দমালায় বাঙালির অবগাহন দিবারাত্র সেই শব্দের মহারাজা যিনি সেই প্রাণের কবিগুরু রবীন্দ্রনাথ। বাঙালির জন্য তিনি কখনো Nostalgia আবার কখনও তিনি আদর্শ। কখনও God তো কখনও কাছের মানুষ। আজ এই Covid পরিস্থিতিতে তিনি যদি হঠাৎ সামনে এসে ধরা দেন সেই কল্পনাতেও ভুগছেন Netizen-রা। তাইএই ছবি দেখে সকলেই কয়েক মুহূর্ত স্তব্ধ হয়ে যাচ্ছেন।

For Further Details: https://en.wikipedia.org/wiki/Rabindranath_Tagore

আমাদের লেখা আপনার কেমন লাগছে ও আপনার যদি কোন প্রশ্ন থাকে তবে নিচে কমেন্ট করে জানান |

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here