Prasab Sathi Prakalpa 2022 (প্রসব সাথী প্রকল্প 2022): If you are with your relatives during childbirth, the body and mind of the mother will be better. Its obvious benefits are seen in the ease of childbirth and the development of the health of the newborn. This time, therefore, in all government labor rooms and maternity wards, it has been decided to keep a relative or girlfriend of one’s choice with the midwife as a ‘delivery partner’.
What is Prasab Sathi Prakalpa 2022? (প্রসব সাথী প্রকল্প কি?)
Know all about Prasab Sathi Prakalpa; follow as below;
State of the Fancy Humanitarian Initiative. From now on, her mother or husband will be able to stay with the mother during delivery. To this end, new guidelines have been issued by the State Health Department. So far, this facility has been available in some private hospitals abroad and in the state. From now on, this facility will be available in state government hospitals, maternity hospitals and even district health centers. However, this benefit will not be available in case of Caesarean delivery.
New mothers suffer from anxiety during childbirth. At that time mental strength is required just like physical care. The mother or the mother-in-law wants the husband or the husband to be by her side. For so long, midwives have not been able to find anyone in the labor room except doctors and nurses.
Now it’s time to change that rule. According to the state health department, even after being admitted to the hospital with labor pains, the relatives of the pregnant woman will be present in the labor room during the delivery.
You can have either mother or mother. However, if the mother wants, her husband can also stay in the labor room. In that case, the hospital authorities have to keep an eye on the privacy of other maternity wards. The state government’s initiative has been named ‘Prasab Sathi’.
Benefits of Prasab Sathi Prakalpa (প্রসব সাথী প্রকল্প-র সুবিধা):
What are the benefits of Prasab Sathi Prakalpa (having maternity leave)?
প্রসবের সময়ে প্রিয়জন কেউ সঙ্গে থাকলে এবং মানসিক ভাবে প্রসূতি চাপমুক্ত থাকলে তার যে সরাসরি প্রভাব পড়ে ইতিবাচক ভাবে, তা ইতিমধ্যেই বিজ্ঞানে প্রমাণিত।’ তিনি জানান, এ ব্যাপারে অক্সিটোসিন হরমোনের ভূমিকা সবচেয়ে বেশি।
প্রসূতি যদি প্রসবের সময়ে মানসিক ভাবে ভারমুক্ত না-থাকেন, তিনি যদি স্বামী বা অন্য প্রিয়জনকে কাছে না-পান হাসপাতালে, প্রসব কক্ষ যদি বেশি আলো-ঝলমলে হয়, তাঁর যদি ‘প্রাইভেসি’ বিঘ্নিত হয়, তা হলেও অক্সিটোসিন উৎপাদন ব্যাহত হয়। ‘কিন্তু সঙ্গে কোনও প্রিয়জন থাকলে অক্সিটোসিন ক্ষরণ অনেকটাই বেড়ে যায় একেবারে প্রাকৃতিক ভাবে,’ মন্তব্য অরুণের। তিনি জানান, বুকের দুধ উৎপাদনের মূল চালিকাশক্তিও এই হরমোনের উৎপাদন।
Swasthya Bhavan Announced Today (Why this Prasab Sathi Prakalpa?):
Swasthya Bhavan declared that, Prasab Sathi Prakalpa help the new mother and also new born baby;
According to Swasthya Bhavan, at present, the target is to have at least 90% delivery in all delivery centers. A health worker said, “On the one hand, the mother and the baby will try to take care of the child much more sincerely than any doctor-nurse as part of the family, just as the mother can keep the mother calm and give her courage.
” If the health of the mother suddenly deteriorates, she will be able to quickly attract the attention of the doctor-nurse. He hopes that this will reduce maternal mortality and infant mortality rates significantly.
Read More: RRB Group D Exam Postponed or Not? (23rd February 2022): Official Notice PDF /Admit Download
প্রসব সাথী প্রকল্পর উদ্দশ্য কী?
(What is the purpose of the Prasab Sathi Prakalpa?)
আপাতত সব প্রসবকেন্দ্রে অন্তত ৯০% প্রসবের সময়ে প্রসবসাথী রাখার লক্ষ্যমাত্রা ধার্য করা হয়েছে। এক স্বাস্থ্যকর্তা জানান, ‘একদিকে যেমন এই প্রসবসাথী প্রসূতির মন শান্ত রেখে তাঁকে সাহস জোগাতে পারবেন, তেমন পরিবারের অংশ হিসেবে যে কোনও চিকিৎসক-নার্সের চেয়ে অনেক বেশি আন্তরিক ভাবে যত্ন নেওয়ার চেষ্টাও করবেন মা ও শিশুর।
আচমকা প্রসূতির স্বাস্থ্যের অবনতি হলে তিনি দ্রুত চিকিৎসক-নার্সের দৃষ্টি আকর্ষণও করতে পারবেন।’ তাঁর আশা, এতে প্রসূতি মৃত্যু ও শিশুমৃত্যুর হারও লক্ষ্যণীয় ভাবে কমতে বাধ্য।