একটি Motor চেক করার নিয়মাবলিঃ

একটি Motor চেক করার নিয়মাবলিঃ Rules for checking a motor


১, Motor স্টার অথবা ডেল্টা যে কানেকশান থাকুক না কেন, মোটরের  টারমিনালের পাত্তিগুলু আগে খুলতে হবে।

২, মাল্টিমিটার ক্ণটিনিউটিতে সিলেক্ট করতে হবে।

৩, তারপর ১ গ্রুপের একটি তারের মাথা কমন ধরে, মাল্টিমিটারের এক মাথা, অন্যটি ২য় গ্রুপের প্রতিটির সাথে ধরে, যদি দেখা যায় যে শুদু একটির সাথে কন্টিনিউটি দেখায়, তাহলে মোটর ঠিক আছে, যদি সবগুলার সাথে কন্টিনিউটি দেখায় তাহলে ঠিক নেই, কয়েল ফেজ টু ফেজ সট হয়েছে, এভাবে প্রতিটি কয়েল চেক করতে হবে।

৪, যদি যে কোন কয়েলের ১ টি মাথা মোটরের বডির সাথে সট দেখায় তাহলেও Motor ঠিক নেই।


আমাদের লেখা আপনার কেমন লাগছে ও আপনার যদি কোন প্রশ্ন থাকে তবে নিচে কমেন্ট করে জানান | বিজ্ঞান বিষয়ে আরও পোস্ট পড়তে আমাদের ফেসবুক পেজে লাইক করুন । 

Yours Smart Update24 Team
Yours Smart Update24 Teamhttps://sdsmartupdate24.in
বাংলায় বিজ্ঞান ও প্রযুক্তি চর্চাকে আরো এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে Smart Update24।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest Articles