School Reopening Update in November 2021 | School Fees | Calcutta High Court Notice |West Bengal Schools, Colleges Not to Reopen on November | West Bengal School Reopening | West Bengal | Kolkata হাইকোর্টে দায়ের জনস্বার্থ মামলা
School Reopening Cancel in November 2021: The school will open in the state from November 16. But not all classes, for now the class will be from ninth to twelfth class. State Chief Minister Mamata Banerjee has already announced this.
আগামী ১৬ নভেম্বর থেকে রাজ্যে খুলছে স্কুল। করোনা বিধি মেনেই খোলা হবে স্কুল। তবে সব ক্লাস নয়, আপাতত ক্লাস হবে নবম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত। একথা আগেই ঘোষণা করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। এবার তা নিয়ে জনস্বার্থ মামলা দায়ের হল কলকাতা হাইকোর্টে।
School Reopening Cancel in November 2021: Update
স্কুল খোলার ব্যাপারে ইতিমধ্যেই নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার। সকাল ৯টা থেকে বিকেল সাড়ে তিনটে পর্যন্ত নবম ও একাদশ শ্রেণির ক্লাস হবে। অন্যদিকে, সকাল ১০টা থেকে বিকেল চারটে পর্যন্ত ক্লাস হবে দশম ও দ্বাদশ শ্রেণির। এর জন্য প্রয়োজনীয় প্রস্তুতি সেরে ফেলেছে রাজ্যের স্কুলগুলি। রাজ্য সরকারের এই নির্দেশিকার বিরুদ্ধেই এবার কলকাতা হাইকোর্টে একটি জনস্বার্থ মামলা করেছেন সুদীপ ঘোষ চৌধুরী নামে এক আইনজীবী। তিনি তাঁর আবেদনে বলেছেন, ‘কোনও পরিকল্পনা ছাড়াই স্কুল খোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। স্কুল খোলা হচ্ছে অথচ পড়ুয়াদের ভ্যাকসিন দেওয়া হয়নি। এতে অসুস্থ হওয়ার আশঙ্কা বাড়বে পড়ুয়াদের। এরকম পরিস্থিতিতে ক্লাস শুরু করা উচিত কিনা তা খতিয়ে দেখতে একটি বিশেষজ্ঞ কমিটি গঠন করা হোক। কীভাবে সময় কমিয়ে ক্লাস চালানো যায় তার সুপারিশ করুক সেই কমিটি। তা না হলে স্কুল খোলার ফলে একটি ভয়ঙ্কর পরিস্থিতি সৃষ্টি হতে পারে।’ এই মামলার শুনানি হতে পারে বৃহস্পতিবার।