Sushant Singh Rajput’ is back! As soon as the news of the actor came, it spread all over the net world

ফিরে এলেন সুশান্ত! অভিনেতার খবর আসতেই হই চই পড়ল নেটদুনিয়ায়

Sushant Singh Rajput’ is back! : তারিখটা ছিল ১৪ই জুন, সেই বিষে ভরা বিশ। এদিনই সকলের থেকে অনেকটা দূরে চলে গিয়েছিলেন অভিনেতা সুশান্ত সিং রাজপুত। এদিনই মুম্বইয়ে তাঁর বান্দ্রায় ফ্ল্যাটে তাঁকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়।

এরপর জল অনেকদূর গড়িয়েছে। সুশান্তের মৃত্যু আদৌ আত্মহত্যা না খুন, এ নিয়ে বহু তর্ক-বিতর্ক চলে। কিন্তু সেই রহস্য এখনও অধরা। সিবিআই তদন্ত চালাচ্ছে অভিনেতার এই আকস্মিক মৃত্যুর। কিন্তু বছর ঘুরতে চললেও এখনও রহস্যের কোনও সমাধান মেলেনি।

MORE: আজ 21 জানুয়ারি সুশান্ত সিং রাজপুত এর জন্মদিন, আসুন জেনে নিই তার জীবনে কিছু অজানা, জানা কথা

Sushant Singh Rajput’ is back!: সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে শচীন তিওয়ারি নামের এক ব্যক্তির ছবি। তাঁকে দেখলে মনে হবে সুশান্ত আবার ফিরে এসেছে। হুবহু সুশান্তের মতোই দেখতে তাঁকে। স্বাভাবিকভাবেই শচীনের ছবি ভাইরাল হয়ে গেছে নেটপাড়ায়।

তবে এটাই প্রথমবার নয়। নানান খেলোয়াড় থেকে নামী তারকা, অনেকেরই নকল ছবি মাঝে মাঝেই দেখতে পাওয়া যায় সোশ্যাল মিডিয়ায়। নকল বলতে তাদের মতোই দেখতে অন্যান্য ব্যক্তি।কিছুদিন আগেই অভিনেত্রী করিশ্মা কাপুরের সদৃশ খুঁজে পাওয়া গিয়েছে। এছাড়াও ঐশ্বর্য রাই ও শাহরুখের সদৃশ তো মাঝে মাঝেই দেখা যায়। ঠিক একইভাবে শচীনের ছবিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।

সুশান্তের মৃত্যুর পরপরই সোশ্যাল মিডিয়ায় শচীনের একটি ছবি ভাইরাল হয়েছিল। যেখানে তাঁকে ‘পবিত্র রিস্তা’ ধারাবাহিকে মানবের চরিত্রে থাকা সুশান্তের মতই দেখতে লাগছিল।এরপরই শোনা যায় যে সুশান্তের আত্মজীবনীতে নাকি অভিনয় করতে চলেছেন শচীন। উত্তরপ্রদেশের রায়বরেলিতে থাকেন শচীন। সুশান্তের সংলাপের একটি ভিডিও বানিয়ে তিনি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন।

সেই ভিডিও পোস্ট হতেই তা ভাইরাল হয়ে যায়। শচীনের মধ্য দিয়েই অনেকে তাদের প্রিয় অভিনেতাকে খুঁজে পেয়েছেন, সেকথাও সুশান্তের অনুরাগীরা জানিয়েছেন।সুশান্তের মৃত্যুর পর অনেক জলঘোলা। তাঁর মৃত্যুর জন্য দায়ী করা হয় তাঁর বান্ধবী অভিনেত্রী রিয়া চক্রবর্তীকে। বেশ কিছুদিন জেলেও কাটান রিয়া। তবে আপাতত তিনি জামিনে বাইরে রয়েছেন।

রিয়াকে জিজ্ঞাসাবাদের মাধ্যমেই বলিউডের সঙ্গে মাদকের যোগাযোগের দিকটি খুঁজে পায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এরপর এই মামলায় জড়িত হন অনেক বলিউড তারকা। তবে সুশান্তের মৃত্যু নিয়ে যে তারকার দিকে সবচেয়ে বেশি আঙুল ওঠে তিনি হলেন মহেশ ভাট। নাম জড়ায় পরিচালক-প্রযোজক করণ জোহরেরও।

Yours Smart Update24 Team
Yours Smart Update24 Teamhttps://sdsmartupdate24.in
বাংলায় বিজ্ঞান ও প্রযুক্তি চর্চাকে আরো এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে Smart Update24।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest Articles