দুর্গাপুরে করোনার কোপে তিন শিশু, থার্ড ওয়েভ নিয়ে চিন্তায় জেলা প্রশাসন
3rd wave of corona : দুর্গাপুরে করোনা আক্রান্ত তিন শিশু। পুজোর মুখে করোনা ভাইরাসের ডেল্টা প্লাস ভ্যারিয়েন্ট নিয়ে চিন্তা বাড়াচ্ছে জেলা প্রশাসনের। জেলাবাসীকে সতর্ক করতে ইতিমধ্যেই বৈঠকে বসার সিদ্ধান্ত নিয়েছে জেলা প্রশাসন।
যেখানে হাজির থাকবেন দুর্গাপুর পুরসভার আধিকারিকরাও। জেলা স্বাস্থ্য দপ্তরের আধিকারিকরা, শিশুর অভিভাবকদের সতর্ক হওয়ার উপদেশ দিচ্ছেন। পুজোর মুখে মাক্স পড়ে থাকা এবং দূরত্বের বিধি মেনে চলার জন্য অনুরোধ করা হয়েছে।
Child Death In Malda: ফের দু’জনের মৃত্যু মালদহে, গত তিন দিনে প্রাণ গেল মোট পাঁচ শিশুর
3rd wave of corona: মালদহ মেডিক্যাল কলেজে মৃত্যু হল আরও দুই শিশুর। এ নিয়ে গত তিন দিনে মোট পাঁচ জন শিশুর মৃত্যু হল সেখানে।
হাসপাতাল সূত্রে জানা গিয়েছে,
মৃত শিশুদের জ্বর, সর্দি, কাশি এবং শ্বাসকষ্টের উপসর্গ ছিল। জ্বর নিয়ে হাসপাতালের শিশু বিভাগে ১৫০-র বেশি শিশু এখনও ভর্তি রয়েছে বলে জানা গিয়েছে। শুধু শিশু বিভাগেই নয়, জ্বর এবং সর্দি-কাশির উপসর্গ নিয়ে বহু শিশুকে তাদের পরিবারের লোকেরা আউটডোরে দেখাতে আসছেন।
শিশুদের এই জ্বর নিয়ে আতঙ্কিত সাধারণ মানুষও। বৃহস্পতিবার সন্ধ্যায় মালদহ মেডিক্যাল কলেজে যে ন’বছরের শিশুটির মৃত্যু হয়েছে তাকে আশঙ্কাজনক অবস্থায় নিয়ে আসা হয়েছিল বলে জানিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ। তার নাম আসমা খাতুন।
ঝাড়খণ্ডের বাসিন্দা ছিল সে। অসুস্থতা বাড়তে থাকায় মালদহ মেডিক্যাল কলেজে তাকে আনা হয়েছিল। বৃহস্পতিবার সন্ধে ৬টা নাগাদ মৃত্যু হয় তার। শুক্রবার সকালে ছ’মাসের এক শিশুর মৃত্যু হয়েছে। সে মালদহের ভূতনির বাসিন্দা।