Android Android থেকে ios এ Chat Transfer করুন WhatsApp এর | জানুন বিস্তারিত | By Swastika Paul - April 11, 2021 TwitterPinterestWhatsAppTelegram Transfer Chat from Android to iOS on WhatsApp Learn more | WhatsApp ছাড়া বর্তমান প্রজন্মের জীবন যেন অচল। Pandemic এ ঘরবন্দী হয়ে পড়ায় ব্যাপক হারে WhatsApp-এর ব্যবহার বেড়েছে | নিত্য New Feature আরও জনপ্রিয় হয়ে উঠছে WhatsApp এ । নিয়মিত Smartphone বদলের কারণে আমরা WhatsApp -এ থাকা Chat গুলিকে হারিয়ে ফেলি। WhatsApp Account Switch করার সময় আমরা Chat গুলিকে Google Drive (Android ব্যবহারকারীদের জন্য) এবং iCloud -এ (iPhone ব্যবহারকারীদের জন্য) Backup নিয়ে রাখতে পারি |কিন্তু এই Backup গুলিকে এক Device থেকে অন্য Device এ স্থানান্তরিত করার জন্য অনুমতি দেয় না WhatsApp | তাই বেশ কিছু সময় ধরেই Pipeline এ ছিল Chat Transfer করার Feature। তাই Android User রা iOS Device কিনলে Chat Transfer করার সরাসরি কোনও উপায় ছিল না। খুব শীঘ্রই Chat Transfer Feature Rollout করতে উঠেপড়ে লেগেছে WhatsApp। WABetaInfo-র Report অনুজায়ি, WhatsApp এমন একটি Feature নিয়ে আসতে চলেছে | যা iOS এবং Android ফোনগুলির মধ্যে Chat History স্থানান্তর করতে দেবে। আপাতত Testing Level এ রয়েছে এই feature। WABetaInfo-একটি Screenshot Share করেছে, সেখানে দেখা যাচ্ছে ‘move chats to Android’ & ‘update now’ ও ‘not now’ লেখা রয়েছে। এই New Feature চালু করার হলে Android এবং iOS দুই User দের ক্ষেত্রেই অনেক সুবিধা হবে। কবে নাগাদ এই Feature টি Rollout হবে সে বিষয়ে এখনও পর্যন্ত নিশ্চিত কোনও news পাওয়া যায়নি। আমাদের লেখা আপনার কেমন লাগছে ও আপনার যদি কোন প্রশ্ন থাকে তবে নিচে কমেন্ট করে জানান ।