Career Guidance Portal Link : চালু হচ্ছে কেরিয়ার গাইডেন্স পোর্টাল, কৃতী পড়ুয়াদের ল্যাপটপ, নবান্ন থেকে বার্তা মুখ্যমন্ত্রীর
Career Guidance Portal Link : নিজের অস্তিত্বকে ভুললে চলবে না, নিজের মাটিকে মনে রাখতে হবে, যেখানে যাও বাংলায় ফিরে এসো, বাংলাকে ভালবেসো ‘ – মাধ্যমিক, উচ্চমাধ্যমিক , মাদ্রাসা, হাই মাদ্রাসার পরীক্ষায় সফল পড়ুয়াদের এভাবেই উত্সাহিত করলেন মুখ্যমন্ত্রী (Mamata Banerjee)। নবান্ন থেকে ভার্চুয়ালি দেখা করলেন সফল ছেলে-মেয়েদের সঙ্গে। রাজ্য সরকারের পক্ষ থেকে কৃতী পড়ুয়াদের দেওয়া হল ল্যাপটপ। নবম শ্রেণির ৩ লক্ষ পড়ুয়াদের দেওয়া সাইকেল দেওয়ার কথা ঘোষণা করা হল।
সেইসঙ্গে বারবার মমতা বন্দ্যোপাধ্যায় ছাত্র-ছাত্রীদের উত্সাহ জোগালেন তাঁর কথোপকথনের মাধ্যমে। জানালেন, পড়ুয়াদের জন্য চালু হবে কেরিয়ার গাইডেন্স পোর্টাল ( Career Guidance Portal )। বিশ্বের সেরা শিক্ষা প্রতিষ্ঠানের হদিশ থাকবে সেই পোর্টালে। ছাত্রছাত্রীরা যে ট্যাব বা ল্যাপটপ পাচ্ছে, সেখান থেকে ওই পোর্টালে গিয়ে গাইডেন্স নেওয়ার কথা বললেন তিনি। তিনি ঘোষণা করেন, তমলুকে তৈরি হচ্ছে মহাত্মা গাঁধী বিশ্ববিদ্যালয়।
Read More : অভিনেতা সিদ্ধার্থ শুক্লা 40 বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান: কুপার হাসপাতালে
সেই সঙ্গে তিনি জানালেন, ৬০ শতাংশ নম্বর পেলেই মিলবে বিবেকানন্দ স্কলারশিপ। মুখ্যমন্ত্রী প্রতি জেলার ছাত্রছাত্রীদেরই বারংবার অনুরোধ করলেন. তাঁরা যেন সরকারের দেওয়া সব সুবিধা ব্যবহার করে। তাঁর কথায়, ‘তোমাদের অনেক বড় হতে হবে, অনেক এগিয়ে যেতে হবে, সব সুযোগ সুবিধা গুলি ব্যবহার করো। ‘
- Vivekananda Scholarship Apply link : Click
- Karmo Bhumi is a Government of West Bengal initiative to collaborate between Job Seekers and Employers in IT/ITeS sector: Click
এছাড়াও মমতা বন্দ্যোপাধ্যায় বলেন,
‘পড়াশোনা করতে হবে, কিন্তু সব সময় শুধু পড়লে চলবে না। খেলাধুলো করতে হবে।’ ছাত্রছাত্রীদের উদ্দেশে তাঁর পরামর্শ, পড়াশোনা করতে হবে কিন্তু স্ট্রেস নিলে চলবে না। সেই সঙ্গে তিনি বলেন, ‘অন্যায় দেখলেই প্রতিবাদ করতে হবে পড়ুয়াদের, সুযোগ পেলে দুয়ারে সরকার ক্যাম্পে যাও। সাধারণ মানুষকে ফর্ম ফিলাপে সহযোগিতা কর’
একাদিক্রমে সব জেলার ছাত্র-ছাত্রীদের সঙ্গে কথা বললেন মুখ্যমন্ত্রী। বললেন, কৃতী পড়ুয়ারাই যেন সবার মধ্যে কোভিড সচেতনতা ছড়িয়ে দেয়। পড়াশোনার ফাঁকে ফাঁকেই তাঁরা যেন সরকারের উন্নয়নমূলক প্রকল্পগুলির কাজগুলিও মাঝে মাঝে দেখে আসে, অনুরোধ তাঁর।