পশ্চিমবঙ্গ স্বাস্থ্য নিয়োগ বোর্ডে লোক নিয়োগ, JOB

West Bengal Health Recruitment Board (WBHRB) বেশ কিছু গুরুত্বপূর্ণ পদে কর্মী নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে
বিজ্ঞপ্তি নাম্বার হল R/Dental/05/2021 আগ্রহী প্রার্থীদের দ্রুত আবেদনের জন্য জানানো হয়েছে। মোট ১৯ টি পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছেঅস্থায়ী ভিত্তিতে কর্মী নিয়োগ করা হবে,যা পরবর্তীতে প্রার্থীর সন্তোষজনক পারফরম্যান্সের ভিত্তিতে বাড়ানো যেতে পারে। আগ্রহী এবং যোগ্য প্রার্থীরা কেবলমাত্র আবেদন করুন অফিসিয়াল ওয়েবসাইটে। সরাসরি আবেদনের জন্য নিচে লিঙ্ক দেওয়া আছে



চাকরী জন্য প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা এবং অন্যান্য বিবরণগুলি বিস্তারিত নীচে দেওয়া হল

পোস্টের নাম :- DENTAL TECHNICIAN / DENTAL MECHANIC

 এই পোস্টের মোট শূন্য পদের সংখ্যা হল :- ১৯


 আবেদনের জন্য যে শিক্ষাগত যোগ্যতা লাগবে তা হল :- Passed Higher Secondary Examination (10+2) from WBCHSE / its equivalent examination (10+2) with Physics, Chemistry and Biology.
Two years Diploma course in Dental Technician course recognized by the Dental Council of India.
Experience: One year experience after acquiring Diploma in any West Bengal Government Hospital or any Clinical Establishment licensed under the relevant Act of the State Government.


বয়সসীমা:- ১৮ থেকে ৪০ বছরের মধ্যে বয়স হতে হবে
সরকারি নিয়মঅনুসারে SC/ST/OBC বয়সের ছাড় পাবেন

প্রার্থীদের বেতন যথাক্রমে :- বেতন প্রতি মাসে ২৮৯০০ টাকা


আবেদন প্রক্রিয়া :- আবেদনের জন্য প্রার্থীদের সংশ্লিষ্ট ওয়েবসাইটে নির্দেশিকা অনুসারে অনলাইন আবেদন প্রক্রিয়াটি সম্পূর্ণ করতে হবেমনে রাখবেন আবেদনটি যেন ত্রুটি মুক্ত হয়, যে কোনও ধরণের ত্রুটির ক্ষেত্রে আবেদনটি বাতিল হতে পারে
সরাসরি আবেদনের লিঙ্ক নিচে দেওয়া আছে

গুরুত্বপূর্ন তারিখগুলো(Important Dates-)
আবেদন শুরু০৬/০৩/২০২১
আবেদন শেষ ১৫/০৩/২০২১


অফিসিয়াল ওয়েবসাইট (Official Website )- www.wbhrb.in
অবশ্য PDF ফাইল ডাউনলোড করুন  Pdf
এখানে সরাসরি আবেদন করুন Apply

Yours Smart Update24 Team
Yours Smart Update24 Teamhttps://sdsmartupdate24.in
বাংলায় বিজ্ঞান ও প্রযুক্তি চর্চাকে আরো এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে Smart Update24।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest Articles