স্বাস্থ্য ইঙ্গিত প্রকল্প | West Bengal Swasthya ingit Telemedicine How to apply online ?

স্বাস্থ্যসাথীর পর এবার 'স্বাস্থ্য ইঙ্গিত', টেলি মেডিসিনের মাধ্যমে বিনা খরচে চিকিৎসার ব্যবস্থা

স্বাস্থ্য ইঙ্গিত প্রকল্প | West Bengal Swasthya in git Telemedicine How to apply online?

স্বাস্থ্য ইঙ্গিত প্রকল্প – West Bengal Swasthya in git : করোনা পরিস্থিতির মধ্যে বেড়েছে অনলাইনের রমরমা। বেশিরভাগ কাজই এখন হয় অনলাইনে। এমনকী, চিকিৎসাও হয়েছে অনলাইনের মাধ্যমেই। ভার্চুয়ালেই একাধিক চিকিৎসক রোগীদের সঙ্গে কথা বলেছেন। তাঁদের প্রয়োজনীয় ওষুধ দিয়েছেন। আর সেই পরিষেবার নাম দেওয়া হয়েছে টেলি মেডিসিন।

সশরীরে চিকিৎসকের সামনে উপস্থিত না থেকে অনলাইনে চিকিৎসকের সঙ্গে কথা বলে ওষুধ খেয়ে সুস্থ হয়ে উঠেছেন অনেকেই। আর এবার সেই টেলি মেডিসিন পদ্ধতিকেই নতুন কায়দায় নিয়ে এসেছে রাজ্যের স্বাস্থ্য দফতর। এই সংক্রান্ত একটি অনলাইন পোর্টাল চালু করা হয়েছে। তার নাম দেওয়া হয়েছে ‘স্বাস্থ্য ইঙ্গিত (Swasthya in git)’।

About – West Bengal Swasthya Ingit Scheme 2021

Point Details
Name of the Scheme Swasthya Ingit
Launched By Government of West Bengal
Beneficiary Citizens of West Bengal
Objective Free Health Advice and Diagnosis
Year of Launch 2021
Official Website wbhealth.gov.in

Benefits – West Bengal Swasthya Ingit Scheme 2021

  1. Free specialized Doctor’s consultation.
  2. Faster diagnosis.
  3. Free online treatment.
  4. Easy access to healthcare.
  5. Online prescriptions will be provided.

WB Swasthya Ingit 2021 এর বিভিন্ন সুযোগ-সুবিধা

  • চিকিৎসার পরামর্শ বিনামূল্যে। 
  • দ্রুত রোগ নির্ণয় এবং চিকিৎসা সহজ হবে। 
  • প্রথম ধাপে রাজ্যের ২৩১৩ টি সুস্বাস্থ্য কেন্দ্রকে ‘ ই – ক্লিনিকে ‘ পরিণত করা হবে। যার মাধ্যমে সাধারণ মানুষ পরিষেবা পাবে।

How To Work WB Swasthya Ingit Scheme 2021- স্বাস্থ্য ইঙ্গিত প্রকল্প

গ্রামের স্বাস্থ্য কেন্দ্র বা সাব সেন্টারে যেতে হবে রোগীকে। এরপর ওই  স্বাস্থ্যকেন্দ্রের নার্স স্বাস্থ্য ইঙ্গিতের পোর্টাল চালু করে সেখানে রোগীর সমস্যার কথা আপলোড করবেন। আপলোড করার পরই সংশ্লিষ্ট বিষয়ের চিকিৎসকের সঙ্গে রোগীর যোগাযোগ করিয়ে দেওযা হবে।

তার মাধ্যমেই রোগীর সঙ্গে ওই চিকিৎসক কথা বলবেন। উত্তরবঙ্গ মেডিক্যাল, পিজি, এনআরএস ও মালদহ মেডিক্যালের যে চিকিৎসক সে সময় অনলাইন থাকবেন সেই চিকিৎসকের সঙ্গে রোগীর কথা বলিয়ে দেওয়া হবে। এরপর রোগীর সমস্যার কথা শুনে চিকিৎসার সংক্রান্ত পরামর্শ দেবেন। অনলাইনে প্রেসক্রিপশনও দেবেন ওই চিকিৎসক।

Read More : Good Morning Message | গুড মর্নিং মেসেজ ইন্টারনেট জগতে ডেকে আনছে বিপদ , কি সেই বিপদ ? 

এর ফলে লাভ হবে উভয়পক্ষেরই। এভাবে হাসপাতালগুলিতে ভিড় যেমন কমবে। তেমনই বিনামূল্যের চিকিৎসার জন্য গাড়ি ভাড়া করে শহরে আসার প্রয়োজন হবে না গ্রামবাদীদের। দীর্ঘক্ষণ লাইনেও দাঁড়াতে হবে না তাঁদের। স্বাস্থ্য ভবন সূত্রে জানা গিয়েছে, ৪ মাসে লক্ষাধিক মানুষ এই প্রকল্পে বিনামূল্যে চিকিৎসার সুবিধা পেয়েছেন।

সূত্রের খবর, সরকারি হাসপাতাল ও মেডিক্যালের চিকিৎসকদের সপ্তাহে ২ দিন করে এই পরিষেবা দেওয়ার কাজে নিযুক্ত করা হয়েছে।

Phone Number / Contact – West Bengal Swasthya Ingit Scheme 2021

You will get the numbers of your nearest e-clinic from the health centers near you as soon as the service is launched. Currently, you can contact the Direct Telemedicine line provided by the West Bengal government at 033-2357-6001.

Yours Smart Update24 Team
Yours Smart Update24 Teamhttps://sdsmartupdate24.in
বাংলায় বিজ্ঞান ও প্রযুক্তি চর্চাকে আরো এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে Smart Update24।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest Articles